ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর জেলার ৯ সফল নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান

রংপুর জেলার ৯ সফল নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান

রংপুর জেলার নয়জন সফল নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর, যৌথভাবে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, নারীর কাজের মূল্যায়ন করা উচিত। সফল নারীদের অবদানের স্বীকৃতি অন্যান্য নারীদের সমাজে অবদান রাখতে অনুপ্রাণিত করে। সরকার নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, জেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন এবং সদর উপজেলা পর্যায়ে চার ক্যাটাগরিতে চার জন সফল নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সফল নারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর,জয়িতা,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত