ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গুচ্ছগ্রামে অগ্নিকান্ডে  ২০টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে গুচ্ছগ্রামে অগ্নিকান্ডে  ২০টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের (আশ্রয়ণ প্রকল্প) ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ব্যারাকের ২০টি ঘর পুড়ে ভ’স্মীভ‚ত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গুচ্ছগ্রামে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের স‚ত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে এ আগনের লেলিয়ান ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডের ২০ টি ঘর পুড়ে ভ’ষ্মিভ’ত হয়েছে এবং উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার রাতেই উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়। মুহ‚র্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং উল­াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়দের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, ওইদিন রাতে একটি পরিবারের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ গুচ্ছ গ্রামে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এ আগুন ছড়িয়ে পড়ে ২ টি ব্যারাকের ২০টি ঘর পুড়ে ভ’ষ্মিভ’ত হয়েছে। প্রায় আড়াই ঘন্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবারসহ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত