সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ওই গ্রামের মেহেদী হাসান রাকিব (৩০), আব্দুল্লাহ (২৫), ধুবলাই গ্রামের আব্দুল করিম (৩২), গান্দাইল পাটাগ্রামের রুহুল আমিন (২৮) ও ধুবলাবাড়ির লাল মিয়া (৩২)। কাজিপুর থানার ওসি নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের আধিপত্য বিস্তার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিএনপির নেতা মিজানুর রহমান বাবলু ও বিএনপি নেতা আসাদুল ইসলাম গং এ দু’গ্রæপের মধ্যে দ্বন্ধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।
এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয়গ্রæপের পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এ অবস্থায় আসাদুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে গ্রামে পৌছার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সংবাদে মঙ্গলবার রাতে ওই গ্রামে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।