ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পরিবার পরিকল্পনা অফিসের সেবা বঞ্চিত সাধারণ মানুষ

পরিবার পরিকল্পনা অফিসের সেবা বঞ্চিত সাধারণ মানুষ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্মনিয়ন্ত্রণ উপকরণ সামগ্রী ও জনবল সংকট চরমে পৌঁছেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

গত নভেম্বরের প্রতিবেদন বলছে, ঈশ্বরগঞ্জের সক্ষম দম্পতি ৮৬,৯৬৯ হাজার ৫৪৪ জন। তার মধ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারকারীর হার ৭৬ দশমিক ১৯ শতাংশ।

ঈশ্বরগঞ্জে সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণ সেবার মধ্যে মুখে খাওয়ার বড়ি, কনডম, দীর্ঘমেয়াদী পদ্ধতি ইনজেকশন সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। সেই সাথে উপজেলাটিতে রয়েছে লোকবল সংকটও।

উপজেলার বিভিন্ন এলাকার দম্পতিরা জানান, পরিবার পরিকল্পনা অফিসের কোনো মাঠকর্মী তাদের খোঁজ নেন না। দীর্ঘদিন ধরে তারা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী থেকে বঞ্চিত।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ‘উপজেলা ও মাঠ পর্যায়ের দীর্ঘদিন ধরেই জন্মনিয়ন্ত্রণ সামগ্রী নেই। প্রতিনিয়ত হেড অফিসে চাহিদা পাঠাচ্ছি। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহে ঘাটতি থাকলে দরিদ্র মানুষ বেসরকারি খাতের দিকে ঝুঁকতে পারে। এতে পদ্ধতি ব্যবহার কমে যেতে পারে।

মাঠ কর্মীদের কাজের অবহেলার কথা জানতে চাইলে তিনি বলেন, মাঠকর্মী সংকট থাকায় একজন কর্মীকেই নিতে হচ্ছে তিনটি এলাকার দায়িত্ব।’

সেবা বঞ্চিত,পরিবার পরিকল্পনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত