ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জমি নিয়ে বিরোধ

সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ 

সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ 

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় কৃষক বারী শেখকে (৫৫) মারপিট ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তিনি বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের আব্দুল হালিম (৪২), আব্দুল খালেক (৬৫), জাহাঙ্গীর (৩৫) ও মনোয়ার হোসেন (৪০)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগেই উক্ত গ্রামের নুরনবী গং জোরপূর্বক বারী শেখের জমি দখল করে ।

এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উল্লেখিত স্থানে বারী শেখের পথরোধ করে হামলা ও কুপিয়ে জখম করে নুরনবী গং।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির আলোকিত বাংলাদেশকে বলেন, হত্যার ঘটনায় রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ,কৃষক,কুপিয়ে,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত