সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে ঐশী জুয়েলার্সে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। প্রকাশ্য দিবালকে এ চুরি সংঘটিত হওয়ায় এলাকায় আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে ভেতরে প্রবেশ করে এবং শোকেস ও ড্রয়ায় থেকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে যায় এবং নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোরেরা।
এসময় দোকানের লকার অক্ষত ছিল। দোকান মালিক রিংকু কুমার পাল জানান, সকাল ১০ টার দিকে দোকান খুলতে এসে নতুন তালা লাগানো দেখতে পাই। প্রকাশ্য দিবালকে এ অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। সিসি ক্যামেরায় এ চুরির দৃশ্য দেখা গেছে।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী সাংবাদিকদের বলেন, পৌর এলাকার স্বর্ণপট্টীর ওই জুয়েলার্সে চুরির ঘটনাস্থল তদন্ত শুরু হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।