পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চাই: আইজিপি 

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  সিলেট ব্যুরো

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছর দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ জনবিরোধী কাজে লাগানো হয়েছে। পুলিশ এতো নির্মম হতে পারে-এটা ধারণা করতে পারি না। এ অবস্থায় পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে-সেজন্য পুলিশ সংস্কারে হাত দেয়া হয়েছে। তিনি পুলিশ সদস্যদের মানুষের কাছে যাওয়া এবং তাদের আস্থা অর্জনের পরামর্শ দেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। 

দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলায় নিরীহ লোকজনকে আসামী করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,- পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে-তাদের গ্রেফতার হবে না-এই আশ^াস দিয়ে তিনি বলেন, ‘ভয় পাবেন না, নিশ্চিত থাকুন আমরা আপনাদের গ্রেফতার করবো না। ’ নিরীহ লোকদের কেউ গ্রেফতার করলে তিনি তা তার নজরে আনার পরামর্শ দেন। তিনি চাঁদাবাজদের চাঁদা না দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

আইজিপি জানান- সারা দেশে লুট হওয়া ৬ হাজার অস্ত্রেও মধ্যে এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলা প্রসঙ্গে আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালেই এ সাংবাদিক মারা গেছেন। তাকে গুলি করে মারা বড় অপরাধ। এজন্য ক্ষমা চাওয়া ছাড়া আর কোন উপায় নেই। তিনি তুরাব হত্যা মামলার বিষয়ে ত্বরিৎ পদক্ষেপ নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।

আইজিপি পুলিশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় র‌্যাবের মহাপরিচালক শহিদুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম ও সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানসহ সিলেটের চার জেলার পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।