ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মমদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছরের স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল ইসলামী দলগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেছে।
শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগের নাম উল্লেখ না করে তিনি বলেন, ইসলামি দলগুলোকে বারবার সিঁড়ি ও পরগাছা হিসাবে ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশকে খুন, গুম ও টাকা পাচারের জন্য বিশ্বে এখন বাংলাদেশই শীর্ষে। তবে ইসলামি আন্দোলন কারও সিঁড়ি হয়নি।
আওয়ামীলীগ ভারতেরই সরকার ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতের সেই সরকার আমাদের দেশের সব স্বার্থ বিলীন করে দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলনা অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলনা মুফতী আব্দুর রহমান কাসেমীসহ অন্যরা।