ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জ পৌরসভার রাজস্ব আত্মসাৎ, আইনি পদক্ষেপ নিবে পৌর প্রশাসক 

ঈশ্বরগঞ্জ পৌরসভার রাজস্ব আত্মসাৎ, আইনি পদক্ষেপ নিবে পৌর প্রশাসক 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পৌরসভার ইজারার টাকা, ভ্যাট ও আয়কর রাজস্ব আত্মসাৎ করেছেন এমন শীর্ষ ২৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে পৌর প্রশাসক।

বর্তমানে ২৪ টি প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়েছে ৪৪ লাখ ৭৪ হাজার ৪০ টাকা। টাকা আদায় করতে না পেরে মামলার প্রস্তুতি নিচ্ছে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক। খোদ পৌর প্রশাসকই জানিয়েছেন মামলা করার তথ্য।

২৩৯ দশমিক ১৪ বর্গকিমির ঈশ্বরগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। বর্তমানে এর জনসংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৬৮৩ জন। পৌরসভাটি কাগজ-কলমে প্রথম শ্রেণির। পৌরসভাটির রাজস্ব আয় গড়ে প্রতিবছর কোটি টাকার বেশি। প্রতিবছর পৌরসভার হাট-বাজার ইজারার ভ্যাট, আয়কর ও জামানত বাবদ আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে রাজস্ব আত্মসাৎ করেছেন অনেক প্রতিষ্ঠান। বিভিন্ন অর্থবছরের অডিট প্রতিবেদনে এর প্রমাণ পাওয়া যায়।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে হাট-বাজার ইজারার প্রাপ্ত অর্থ থেকে আদায়কৃত ভ্যাট সরকারি কোষাগারে জমা না করায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। একই খাতের মোট মূল্যের বিপরীতে ১০ শতাংশ হারে আদায়কৃত আয়কর সরকারি কোষাগারে জমা না দিয়ে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এরই প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় ঈশ্বরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বকেয়া টাকা আদায়ে দণ্ডবিধির ৪০৫, ৪১৫ ও ৪১৭ ধারার আলোকে অভিযোগ এনে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভ্যাট ও আয়কর আদায়ে সার্টিফিকেট মামলা রুজু করবে পৌর প্রশাসক।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন জানান, পৌরসভার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য পাঠানো নোটিশগুলোর শর্ত বারবার ভঙ্গ করায় বকেয়া আদায়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বকেয়া টাকা অনাদায়ে কিংবা আপোষ ব্যতীত এই মামলাটি জামিন যোগ্য হবে না। পৌরসভার অন্যান্য বকেয়ার ক্ষেত্রেও আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ কররো। সেইসঙ্গে, অনাদায়ী ব্যক্তি বা অনাদায়ী ব্যক্তির আত্মীয়-স্বজনকে পৌরসভার বকেয়া পরিশোধ ব্যতীত সকল ইজারা কার্যক্রমে অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সকল ধরণের পৌর সেবা প্রদান বন্ধ থাকবে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার রাজস্ব আত্মসাৎ, আইনি পদক্ষেপ নিবে পৌর প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত