ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্রিজ নির্মাণ কাজ শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা 

সিরাজগঞ্জে ব্রিজ নির্মাণ কাজ শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা 

সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা কাঁটাখালি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ যথাসময়ে শেষ করা হয়নি। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান জরিমানা করা হলেও চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২১ সালের আগস্ট মাসের মাঝামাঝি ওই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইনউদ্দিন (বাশি) লিমিটেড এ কাজ শুরু করে। ৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজের কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু ২০২২ সালের মার্চ মাসে ওই ব্রিজের প্রায় অর্ধেক কাজ করে কাজ বন্ধ করে দেয়া হয়।

সে সময় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় পৌনে ৩ কোটি টাকা বিল দেয় পানি উন্নয়ন বোর্ড। যথাসময়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারায় প্রকল্পের বরাদ্দের অবশিষ্ট ৪ কোটি ৬০ লাখ টাকা ফেরত যায়। স্থানীয়রা জানান, এ ব্রিজ নির্মাণের কাজ শেষ না হওয়ায় এলাকাবসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ কাজ চলাকালে স্থানীয় কর্তৃপক্ষ তেমন নজর দেয়নি। এ কারণে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেড-কোয়ার্টার) নাজমুল হোসাইন আলোকিত বাংলাদেশকে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাহিদা মোতাবেক বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। এ ব্রিজ নির্মাণের কাজ কবে শেষ হবে তা নিয়ে আশংকা রয়েছে। তবে নতুন বরাদ্দের যথাসময়ে এ কাজ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত