শেখ হাসিনা দেশকে একটা শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে : ইকবাল হাসান মাহমুদ টুকু
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটা শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে। এ দেশ শাসনে যারা দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন হবে। এটা করার জন্যই শেখ হাসিনা এ কাজ করেছেন। রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ইছাহাক উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সরকার আমলে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।
শেখ হাসিনা যে টাকা পাচার করেছে। এ সরকার দুর্নীতির উপর একটা কমিটি করেছিল সেই কমিটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা দেখানো হয়েছে শেখ হাসিনার লুট করে কত টাকা এদেশ থেকে নিয়ে গেছে। এ লুটের টাকা দিয়ে ১০০ টা পদ্মা সেতু বানানো যেত। লুট করে নিয়ে যাওয়া এসব টাকা ঋণের টাকা। এ টাকা দেশের ২০ কোটি মানুষের পকেট থেকে পরিশোধ করতে হবে এবং এ ঋণ শোধ হবে না ১’শ বছরেও। এমন লুট করে মানুষকে বিপদে ফেলে ও আওয়ামীলীগকে ফেলে দিল্লি চলে গেছে। এখন দিল্লি বসে চিন্তা করছে দিল্লি বোধহয় আবার তাকে বাংলাদেশের মসনদে বসিয়ে দেবে। আজকে দেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে গেছে, প্রশাসন ধ্বংস করে গেছে, আদালতকে ধ্বংসসহ সব জায়গা ধ্বংস করে গেছে। এ ধ্বংসস্তু‚পে দাঁড়িয়ে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে ৩১ দফা দিয়েছি। এ ৩১ দফায় বলা হয়েছে যে নির্বাচনের জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করবো না।
উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামিম, হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, যুবদল নেতা মির্জা বাবু, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ। এ সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।