ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮) নামে বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অপর ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানিয়েছে, (22) ডিসেম্বর দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু বাইকযোগে সুবিদপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ আরোহীরা সড়কের পাশে পড়ে যায়। অটোরিকশা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃৃত ঘোষণা করে।

নিহত ইকবাল হোসেন মুলপাড়া গ্রামের হাজী বাড়ীর মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।

এদিকে নিজ বাড়ি থেকে বিকেলে বাইকযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলে রায়পুর উপজেলার বাসাবো এলাকায় অটোরিকশার সাথে সংঘর্ষে গুরুতর আহত হন বাইকার তানজীম আব্দুল্লাহ। ওই সময় তানজীম বাইকসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কমলা শীষ রায় মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে নানার বাড়ি থেকে জোহা আক্তার নামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জোহা আক্তার একই উপজেলার সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। পুলিশ তার নানার বাড়ির বসত বিল্ডিং-এর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, সবগুলো মৃত্যুর ঘটনাই দুঃখজনক। সন্তানদেরকে মোটর সাইকেল ও মোবাইল দেয়ার ক্ষেত্রে অভিভাবকরা আরো দায়িত্বশীলার ভূমিকা রাখতে হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত