সড়ক দুর্ঘটনায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:০২ | অনলাইন সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল (৫৫) রবিবার ২২ ডিসেম্বর দুপুরে কাউখালী থেকে তার ছেলে শাহরিয়া নাফিস এর সাথে মোটরসাইকেল যোগে কুয়াকাটা যাবার পথে বরিশাল কুয়াকাটা সড়কের আমতলী নামক স্থানে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এসময় তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এসময় তার সাথে থাকা তার ছেলে কলেজ ছাত্র শাহরিয়া নাফিস আহত হন।
নিহত শিক্ষকের ছেলে শাহরিয়া নাফিজ জানান, মোটরসাইকেলে বাবাকে নিয়ে কুয়াকাটা যাবার পথে আমতলী নামক স্থানে বিপরীতমুখী একটি টমটম তাদের মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তার বাবার মাথায় গুরুতর যখম হয়। নিহত আব্দুস জলিলের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। নিহত জলিলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।