মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিজানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর জেলার বিরল উপজেলার পলাশবাড়ী এলাকায় মোঃ মমিনুল ইসলাম (৩৫) এর নিজ বসতবাড়ির বেডরুমের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভিতর ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা করেছে।
প্রতিটি বোতলে ১০০ এমএল করে মোট ৮ লিটার ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। যার বাজারজাত আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
এ বিষয়ে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সারণির ১৪ (গ) এর ধারায় বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সারাঙ্গাই গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র মোঃ মমিনুল ইসলামকে (৩৫) আসামী করে ১টি নিয়মিত মামলা করা হয়েছে।
বিরল উপজেলায় ৮০ বোতল ফেনসিডিলসহ ১ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।