বাঁচার অবলম্বন খুঁজে পেলেন গণঅভ্যুত্থানে চোখ হারানো সাইদুল

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির আঘাতে চোখের আলো হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন পটুয়াখালীর যুবক সাইদুল। দুর্ঘটনার পর জীবিকা ও পরিবার হারিয়ে অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। 

তবে সম্প্রতি কিছু হৃদয়বান মানুষের সহায়তায় আবারও জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছেন সাইদুল যা তার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির স্প্লিন্টারে চোখের আলো হারানো পটুয়াখালীর দশমিনার যুবক সাইদুলকে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের ডঃ আখতার উদ্দিন মিলনায়তনে দ্য ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেন বিত্তবানদের পাঠানো টাকায় একটি ব্যাটারি চালিত রিক্সা উপহার দেন। এর আগে সাইদুলকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করলে ঢাকার কয়েকজন বিত্তবান সাহায্যের জন্য এগিয়ে আসেন। 

রিক্সাটি গ্রহণ করে সাইদুল বলেন, "আমি কৃতজ্ঞ। আমার দুঃসময়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি দোয়া রইলো। এখন আমি রিক্সাটির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবো। সমাজের হৃদয়বান এসব মানুষের জন্য আজও মানবতা টিকে আছে।"

আন্দোলনে চোঁখ হারানোর পূর্বে সাইদুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অভাবের সংসারে চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। 
চোখ হারানোর পরে তার স্ত্রী তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে যায়।