ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষা এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদস্য তাসভীর উল ইসলাম। কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসছেন আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা।

নতুন কমিটির ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব কেন্দ্রীয় সিদ্ধান্তকে অভিনন্দন জানান, সর্বশেষ ২০১৬ সালে তাসভীর উল ইসলাম কে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠিত হয়। চলতি বছর প্রায় ২ মাস আগে কেন্দ্র থেকে আকস্মিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

সোমবার কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেলকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত