ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে দুই রোহিঙ্গা যুবক আটক

পিরোজপুরে দুই রোহিঙ্গা যুবক আটক

পিরোজপুরের নাজিরপুর-ঢাকা মহাসড়ক এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নাজিরপুর থানা পুলিশ উপজেলার চিথলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর পুত্র মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মোঃ শফিক (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, তারা কি উদ্দেশ্যে এসেছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায় নি।

তবে কাদের মাধ্যমে এখানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স মুকিত হাসান খান জানান, আটককৃত ২ যুবককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুরে দুই রোহিঙ্গা যুবক আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত