রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একটি বিদেশি রিভলভার এবং একটি তাজা কার্তুজসহ মোঃ দেলোয়ার হোসেন দুলাল ওরফে টাক দুলাল (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রবিবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেন দুলাল ওরফে টাক দুলাল সূর্যনগর এলাকার দয়ালনগর গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে।

জানাগেছে, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ বীর ব্যাটালিয়নের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পাকিস্তানি রিভলভার এবং একটি তাজা বুলেট উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, গ্রেফতাকৃত দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।