সিরাজগঞ্জের ভাতাভোগী আনসার  ভিডিপি সদস্যদের কম্বল বিতরণ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। "শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা" এই ম‚ল মন্ত্রকে ধারন করে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এনডিসি, এমফডব্লিউসি, পিএসসি, পিএইচডি’র নির্দেশনায় সোমবার সকালে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন আসনার ভিডিপির জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম। এ কম্বল বিতরণ শেষে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মুল করা, স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভ‚মিকা পালন ও প্রাকৃতিক দ‚র্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে।

এতে এরূপ গুরুত্বপ‚র্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় ৯টি উপজেলার ২’শ ভাতাভোগী আনসার সদস্যদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরো তৎপর থাকবেন। এ সময় জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট সোহেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা, প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।