রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ মোঃ আজাদ শেখ (৪৩) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজাদ শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের মোঃ আফসার শেখের ছেলে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আজাদ শেখের বসতবাড়ি থেকে ৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আজাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।