ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গোয়ালন্দে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গোয়ালন্দে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সমন্বয়কের দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।

এরআগে গত সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গোয়ালন্দে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত