ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক এমপি হেনরী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি হেনরী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জের সাবেক এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৪ হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে সোমবার একটি মামলা এবং সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ রোববার অপর মামলাটি দায়ের করা হয়। দুদক পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত কর বছরে শামীম তালুকদার লাবুর আয়কর নথি ও অন্যান্য রেকর্ড পর্যালোচনা করে স্থাবর ও অস্থাবর বৈধ সম্পদের হিসাবের চেয়ে ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা বেশি সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। যার কোনো বৈধ ও গ্রহণযোগ্য উৎস তিনি দেখাননি। এছাড়াও লাবুর নিজ নামে বিভিন্ন ব্যাংকে ১২টি এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠান লাম ট্রান্সপোর্টের নামে ২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ সকল কর্মকান্ডে লাবুর স্ত্রী সাবেক এমপি হেনরী তাকে সহযোগিতা করেছেন। এ কারণে তাদের ২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, হেনরীর নামে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে অপর মামলা দায়ের করেন। ওই মামলায় বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৪ কর বছরে হেনরীর আয়কর নথি ও অন্যান্য রেকর্ড পর্যালোচনা করে স্থাবর ও অস্থাবর বৈধ সম্পদের হিসাবের চেয়ে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা বেশি সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। যার কোনো বৈধ উৎস ও গ্রহণযোগ্য তথ্য প্রদর্শন করতে পারেননি তিনি। এছাড়াও নিজের ৩৫টি ব্যাংক অ্যাকাউন্ট এবং তার ঠিকাদারি প্রতিষ্ঠান লাম এন্টারপ্রাইজের ৯টি এবং তার ৩টি কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে ২০০২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন। এ কারণে হেনরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি দম্পত্তি আওয়ামীলীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে গ্রেফতার হন এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে অন্তরীন আছেন। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে হত্যাসহ একটি অস্ত্র মামলা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ওই সাবেক এমপি দম্পত্তিসহ তাদের মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

হেনরী,মামলা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত