সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাক উল্টে নিহত ১

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ফায়ার স্টেশন সন্নিকটে গমবোঝাই ট্রাক উল্টে ট্রাক মালিক নূর মোহাম্মদ (৬০) নিহত হয়েছে। সে চাঁদপুরের জাঙ্গারচর পৌর এলাকার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গম বোঝাই একটি ট্রাক গাইবান্ধা যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিকল হয়ে যায়।

ট্রাক চালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে মেরামতের সময় জ্যাক ফসকে ট্রাকটি উল্টে পড়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক মালিক নূর মোহাম্মদ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বুধবার সকালে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।