সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে সঙ্গীতশিল্পী প্রেমিকা আত্মহত্যা করেছে।
নিহতরা হলো- শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসুদেব দাসের মেয়ে কণ্ঠ শিল্পী সুদীপ্তা দাস কেকা (২৬) ও একই এলাকার গাড়াদহ গ্রামের বিকাশ কর্মকারের ছেলে প্রেমিক হৃদয় কর্মকার মদন (৩০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বগুড়ায় ওষুধ কোম্পানিতে কর্মরত প্রেমিক মদন কর্মকার সোমবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবরে কলেজ ছাত্রী সংগীতশিল্পী সুদীপ্তা দাস কেকা মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেয়ার পথে সন্ধ্যায় সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওইদিন রাতে প্রেমিকার লাশ উদ্ধার করে থানায় আনে এবং বুধবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এদিকে তাদের আত্মহত্যার ব্যাপারে ২ পরিবার মুখ খুলছেন না। তবে প্রেমের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।