বীরগঞ্জে আইন-শৃঙ্খলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরিল আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিষ্ণুপদ রায়, বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধক্ষ মোঃ আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সত্যজিৎ রায় কার্তিক,মোঃ তহিদুল ইসলাম,মোঃ নুরুল ইসলাম, মোঃ আনিসুর রহমান আনিস,মোঃ রাজু রহমান রাজু,মোঃ জাকির হোসেন রাজা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সভাপতির বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকল ইউপি চেয়ারম্যানসহ সকলকে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগন।