মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহ আরোও একজন নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকার মতিউর রহমান শিকদারের ছেলে আক্তার শিকদার (৪২), আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার (১৮) ও খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার (৩০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্ব চলছিলো। এরেই জেরে আজ ভোরে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় বিস্ফোরণ ঘটানো হয় কয়েকশো হাতবোমা। এছাড়া এ ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে নিহত করে প্রতিপক্ষের লোকেরা। সংঘর্ষে উভয়পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিরাজুল চৌকিদার নামে আক্তার শিকদারের অনুসারী মারা যান।
মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত ইউপি সদস্য আক্তার শিকদার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার ও তার ছেলেসহ ৩ জন নিহত হয়।