ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে নাশকতা মামলার আসামী গ্রেফতার

কাউখালীতে নাশকতা মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার পালাতক আসামী ও মাদক ব্যবসায়ী গাজী খানকে পুলিশ গ্রেফতার করেছে। কাউখালী থানা সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামের ফারুক খানের ছেলে গাজী খান বি এন পি অফিস ভাঙচুর সহ নাশকতার মামলার এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।গাজী খান কাউখালী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক।

এছাড়াও তার বিরুদ্ধে মাদক, নারী শিশু নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে আরো ৬টি মামলা চলমান রায়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা সাব ইন্সপেক্টর রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার আসপদ্দি গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গাজী নাশকতা মামলার এজহারভুক্ত আসামি, তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মামলা রয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত