ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প

৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫ পরিচালনার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের জন্য মেডিকেল ক্যাম্প ও জনসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজবাড়ী কালুখালী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকগণের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন অবহিত করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইন সহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে তিনি দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনার বিষয়টিও সকলকে অবহিত করেন।

এসময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত