ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

তাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড করা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে দাড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ক্লাবের বার্ষিক ইভেন্টে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

এ বছর শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিক্যাল মাঠে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালন করে তারা। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন।

এ আয়োজনে ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার মেজবাহ উল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, "আমাদের ছাত্রদের 'শীতবস্ত্র বিতরণের'-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব যা সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।"

গত ২৫শে ডিসেম্বর ক্লাবের সদস্যদের একটি দল শ্রীমঙ্গলের প্রায় ১০টি অঞ্চলে গিয়ে টোকেন বিতরণ করে। এর পরের দিন শীতবস্ত্র সংগ্রহ করা হয়। গত বছর এই ইভেন্টটি বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজন করা হয়েছিল।

উ্ল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তারা তরুণ প্রাণে ভবিষ্যৎ এর জন্য আলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ চায়। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ সুবিধাবঞ্চিতদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রচণ্ড শীতের সময়ে তাদের উষ্ণতা নিশ্চিত করে।

শ্রীমঙ্গলে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত