শেরপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় 

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪ | অনলাইন সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাব'র কর্মরত সাংবাদিক দের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে শহরের হোটেল আয়সার ইনে এ মতবিনিময় করা হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন জামায়াত নেতারা। জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর-১ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশি হাফেজ রাশেদুল ইসলাম। 

জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাব'র ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান,সাংবাদিক মোঃ ছামিউল আলম সোহান প্রমুখ।

এসময় জামায়াত নেতারা বলেন, বিগত সময়কালে বছর কে বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিলো। সাদাকে সাদা কালোকে কালো বলার স্বাধীনতা ছিলোনা। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই। 

তারা আরো বলেন, দেশে কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরণের কাজ বন্ধে জামায়াতের জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা। 

বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জামাত নেতারা বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। 

বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেন শেরপুর সদর -১ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে শেরপুরের উন্নয়নকে তরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। 
 
এসময় শেরপুর প্রেসক্লাব'র সহ সভাপতি আবুল হাশিম, নকলা প্রেসক্লাব'র সভাপতি মোশারফ হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, সুমন কুমার দে সহ জেলা ও পৌর শাখার জামায়াতের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।