ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

ঝিনাইগাতীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে পাইকুড়া এআর পি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন মকুলের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মাস্টার, ৮ ওয়ার্ড বিএনপির সভাপতি আতিউর রহমান, সদর ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন এবং কৃষকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইগাতী,কৃষক,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত