শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবাবারের ৩ জনসহ ৬ জন নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নকলা থেকে শেরপুর অভিমুখে আসা যাত্রীবাহী সিএনজির সামনে একটি কুকুর পড়ায়। সেই কুকুরকে বাঁচাতে গিয়ে ঢাকাগামী রিফাত নামক একটি ড্রিমলেন্ড গাড়ীর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং জিনোম হাসপাতালে নেওয়ার পর আরো ১ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন সিএনজির ড্রাইভার মোঃ লোকমান হুসেন ( ৪০) , মোখলেসুর রহমান (৭৮) ও তার স্ত্রী মইশা তাসনিম মিম( ২২) কামরুজ্জামান বাবু (২২)।
আরও একজন মেয়ে নিহত হয়েছে যার পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানার ওসি জুবাইদুল আলম জানান, মৃতদেহ গুলোর ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।