আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার  বাইপাইলে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (৩০ শে ডিসেম্বর ) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটে এই আগুনের  ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি দোকান থেকে ধোয়া বের হতে দেখেন। পরে দোকানের শাটার ভেঙ্গে ফেলার পর ভেতরে আগুন দেখতে পান। মুহুর্তের মধ্যে ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। বেশিরভাগ  দোকানগুলোতে ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগ। মসলা দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়েছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। 

ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎ এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে জিরাবো স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন,  আমরা ১০টা ৪৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয় । দেড় ঘন্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি। তবে কোন হতাহতের  খবর পাওয়া যায়নি।