ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বহুলী ইউপি সিরাজগঞ্জ-২ আসনে  অর্ন্তর্ভুক্তের দাবিতে স্মারকলিপি 

বহুলী ইউপি সিরাজগঞ্জ-২ আসনে  অর্ন্তর্ভুক্তের দাবিতে স্মারকলিপি 

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি দাখিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এ স্মারক লিপি দাখিল করেন ওই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। স্মারক লিপিতে বলা হয়েছে, উক্ত বহুলী ইউনিয়নের বাসিন্দা নির্বাচনী এলাকার আসন অনুযায়ী বর্তমানে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকায় অর্ন্তর্ভুক্ত যা সিরাজগঞ্জ পৌরসভার সিমানর সাথে সংযুক্ত।

কিন্তু বিগত অবৈধ সরকারের আমলে ভোটাধিকার ক্ষুন্ন করার জন্য রাজনৈতিক হীন স্বার্থ আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না সাধারণ জনগণের কথা চিন্তা না করে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্য গত ২১ মার্চ ২০১৮ ইং তারিখে জনৈক কাওছার আহম্মেদকে নিয়ে নির্বাচন কমিশনার বরারবর একখানা ভ’য়া আবেদন করানো হয়। এ আবেদনের প্রেক্ষিতে নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সংযুক্ত করা হয়।

অথচ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ আসন থেকে বহুলী ইউনিয়নের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। এ কারণে ওই সরকার আমলে বহুলী ইউনিয়নবাসীর বিভিন্ন কাজে চরম হয়রানির শিকার হতে হয়েছে। এতে ওই ইউনিয়নবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ -২ আসনের সাথে সংযুক্ত করার দাবীতে এ স্মারকলিপি দাখিল করা হয়। এ সময় ওই ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মাহমাদুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত