ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমান আদালতের অভিযান

সাতক্ষীরায় ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরায় ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশের কোন ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় সাতক্ষীরার এমআরবি ইটভাটার মালিক মিজানুর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের অদূরে বাইপাস সড়কের কাশেমপুর এলাকার এমআরবি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে এসময় নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরার কাশেমপুর এলাকার এমআরবি ইটভাটা মালিকের পরিবেশের কোন ছাড়পত্র নেই। একইসাথে তার কোন লাইসেন্সও নেই, অথচ সেখানে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসময় ইটভাটার মালিক মিজানুর রহমান কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে তার ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত তার ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সাতক্ষীরা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত