ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

থার্টিফার্স্ট নাইটের কনসার্টে সংঘর্ষ, যুবক নিহত

থার্টিফার্স্ট নাইটের কনসার্টে সংঘর্ষ, যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন—সানি (২০), আপন (২১), এবং রাব্বি (২৫)—আহত হয়েছেন। নিহত হৃদয় স্থানীয় বাসিন্দা হাবির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু সাব্বির জানান, হৃদয়সহ কয়েকজন বন্ধু মিলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার ৭-৮ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হৃদয়সহ অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, পাগলা বউ বাজার রেলস্টেশনের পাশের মাঠে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দুইটি পৃথক ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। পার্টি চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে হৃদয় মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।"

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিতি নিশ্চিত করে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ব শত্রুতা ও অসচেতনতার কারণে এ ঘটনা ঘটেছে।

নিহত,থার্টিফার্স্ট নাইট,কনসার্টে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত