ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী ও পুরুষদের জন্য পৃথক ওয়াকাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা" শীর্ষক মুক্ত আড্ডার আয়োজন করা হয়। স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে আড্ডাটি পরিচালনা করেন, যেখানে সূচনা বক্তব্য দেন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস।

আড্ডায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কল্যাণমূলক সমাজ গঠনে সমাজসেবার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।

সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবসের এই আয়োজন সমাজসেবার গুরুত্ব আরও দৃঢ় করেছে এবং এতে তরুণদের অংশগ্রহণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

রাজবাড়ী,সমাজসেবা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত