ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যালি, মুক্ত আড্ডা ও ওয়াকাথন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় মো. এরশাদুল আহমেদ বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া'র সভাপতিত্ব ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরিফুল হক, যুগ্ম সম্পাদক সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ প্রমুখ।