‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানকে সামনে রেখে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল দিবসটির উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী, কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্ত আড্ডা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলতে আহত ও নিহত পরিবারের মাঝে পুরস্কার ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসাদুজ্জামান। আলোচক হিসেবে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শরীফ উদ্দিন, রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার আরিফুর রহমান ও নুর ই জান্নাতের সঞ্চালনায় আড্ডার সূচনা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় বলেন, সমাজ ব্যবস্থা যেমন খাদ্য বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচানায় আমি বলতে চাই উন্নত রাষ্ট্রকে স্বরণ করুন সেখানে তারা উন্নয়নের লক্ষ্যে কি কাজ করছেন। তারা কিভাবে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি চাই বাংলাদেশের সকল চাকুরিজীবীরা দুর্নীতি ও ঘুষ মুক্ত হোক, রাষ্ট্র জঞ্জাল মুক্ত হোক। সেক্ষেত্রে রাষ্ট্রের কি করতে হবে চাকুরিজীবীদের খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে হবে, তবেই তা সম্ভব। সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
ভিক্ষাবৃত্তি সম্পর্কে অতিরিক্ত কমিশনার বলেন, ভিক্ষা বৃত্তি বন্ধ করতে হবে। আমি কখনো ভিক্ষুককে ভিক্ষা দেইনা, শুধু মাত্র বয়স্ক অসহায় ও প্রতিবন্ধী ছাড়া। এরাসহ সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এদের নিয়ে রাষ্ট্রকে কাজ করতে হবে। তারা আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রজেক্ট দিতে পারি। তা হতে তারা কর্মসংস্থান সৃষ্টি করলে অনেক বেকারত্ব দূর হবে।
বিদেশগামীদের উদ্দেশ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বিদেশের কোন কাজের ক্ষেত্রে স্কীল প্রশিক্ষণ নিতে হবে তাহলে দেশসহ যেকোনো দেশে মুল্যয়ন পাবে, নচেৎ নয়। অন্যদেশের লোক স্কীল ম্যানপাওয়ারের কারণে ১০ টাকা পেলে আমাদের দেশের লোক পাচ্ছে ৫ টাকা। কারণ আমাদের দেশের লোকের স্কীল সার্টিফিকেট নেই। তাই আপনারা তিনমাস বা ছয় মাসের প্রশিক্ষণ নিবেন, তবেই সব দেশে মূল্যায়ন পাবেন। অন্যরা ১০ টাকা পেলে আমরাও তা পাবো। তাই আমি বলবো মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতের পরিবার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।