চাঁদপুর শহরের রহমতপুর কলোনীতে পাওনা টাকার জন্য কুহিনুর বেগম হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি নাজমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে দীর্ঘ আট বছরের পলাতক জীবন শেষে বুধবার (১ জানুয়ারি) রাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৮ আগস্ট রহমতপুর কলোনিতে পাওনা টাকার জেরে নাজমা আক্তার নয়ন কুহিনুর বেগমকে নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ লক্ষ্মীপুর জেলা থেকে নাজমা আক্তার নয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি চাঁদপুরের রহমতপুর আবাসিক এলাকার ভূইয়া বাড়ির বাসিন্দা।
ওসি আরও জানান, এই মামলার অপর আসামি ধেন্দা রফিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নাজমা আক্তার নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।