রাঙামাটির লংগদু উপজেলার কিসিংছড়া এলাকায় নিরাপত্তাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, ইউপিডিএফের সন্ত্রাসীরা পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অধীনে একটি সশস্ত্র দল গঠন করেছে এবং তারা ওই এলাকায় অবস্থান করছে। সুনির্দিষ্ট তথ্যে নিরাপত্তা বাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপর গুলিবর্ষণ শুরু করে, ফলে পাল্টা গুলি চালায় সেনা সদস্যরা। এরপর উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী অভিযান চালিয়ে সামরিক বাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই এলাকায় টহলরত আইনশৃঙ্খলা সদস্যদের উপর ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে দুপক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।