ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি বাতিল

শেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি বাতিল

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী এই ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। কিন্তু আজ ২ জানুয়ারি এই কমিটি স্থগিত ঘোষণা করা হয়, ফলে প্রায় দুই মাস পর আংশিক কমিটি বাতিল হলো।

এর আগে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

এএদিকে, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল দলের নেতা-কর্মীদের শান্ত থাকতে আহ্বান করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব ইনশাল্লাহ।

শেরপুর,বিএনপি,কমিটি,বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত