রাজবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪০ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে সদরের মাছ বাজার সংলগ্ন অটোস্ট্যান্ড এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুল সরদার (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৭ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে শহরের মাছ বাজার সংলগ্ন এলাকায় থেকে সাইদুল সরদারকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর। জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।