নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনীর শিকার হয়ে মুকুল নামে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার স্থানীয় জোকারদিয়া এলাকায় এই ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের বিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুকুল স্থানীয় জোকারদিয়া এলাকার মৃত কাবিলের ছেলে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে কয়েকটি গ্রামের মানুষ হৈচৈ করতে থাকেন। এক পর্যায়ে পার্শ্ববর্তী ক্ষেতে একদল ডাকাতের উপস্থিতি টের পাওয়া যায়। পরে এলাকাবাসী ক্ষেতের চারপাশ ঘিরে ধাওয়া দিলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এক পর্যায়ে ঘটনাস্থলে জনতা মুকুলকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে গণপিটুনী দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছর ২৭ ডিসেম্বর গণপিটুনীর শিকার হয়ে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। বিল্লাল উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামের মজিদের ছেলে।