একদল যায়, আরেক দল এসে লুটে খায়: যশোরে আজহারী

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ | অনলাইন সংস্করণ

  যশোর প্রতিনিধি

একদল যায়, আরেক দল এসে লুটে খায় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাটের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে এ কথা বলেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস এদেশে সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ যখন উন্নয়ন করতে ব্যস্ত, আমার দেশের সরকার তখন লুটপাটে ব্যস্ত। একদল যায়, আরেক দল এসে লুটে খায়।

তিনি বলেন, আমাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে ছেলে মেয়েরা বিপথগামী হবে না। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। তাহলে দেশে আর দুর্নীতি, সন্ত্রাসী তৈরি হবে না। সব আলোকিত মানুষ হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ নয়, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে উত্তম পন্থায়। প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। অন্য কোনো পন্থা শুধু অশান্তিই বয়ে আনবে। ধাপে ধাপে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে।

উল্লেখ্য, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শেষ দিন শুক্রবার আলোচনা করেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।