ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ৩ বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় ৩ বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আসাদুল গাজী দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

পুলিশ সুপার (এসপি) জানান, শুক্রবার রাতে দেবহাটা উপজেলা জগন্নাথপুর গ্রামের কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় সাতক্ষীরা-শ্যামনগরের সড়কে দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হয়। তবে অন্য যুবক পালিয়ে যায়। আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে তিনটি বিদেশী পিস্তল ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশ সুপার।

এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সজীব খান, বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবিরসহ অনেকেই।

সাতক্ষীরা,বিদেশি পিস্তল,অস্ত্র ব্যবসায়ী,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত