ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ফেনীতে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে এক বয়োবৃদ্ধ নারীসহ দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ফেনীর রানীরহাট এলাকা থেকে বয়োবৃদ্ধ এক নারী ও ছোট ফেনী নদীর সোনাগাজীর গোপালগাঁও অংশে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ দুটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জানা গেছে, শনিবার সকালে ফেনীর রানীর হাট দারোগা বাড়ীতে নিজঘর থেকে সামছুন্নাহার (৮৯) নামে এক বয়োবৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি আবদুল খালেকের স্ত্রী ও ছয় সন্তানের জননি।

ফেনী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে শয়নকক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাত দেখা যায়নি, তবে ঘরে জিনিসপত্র এলোমেলো দেখা যাচ্ছে। ময়নাতদন্তের পর হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু জানা যাবে।

অপরদিকে এদিন সকাল ১১টার দিকে ছোট ফেনী নদীর সোনাগাজী উপজেলার গোপালগাঁও অংশে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. বায়েজিদ আকন বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নাম-পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি।

ফেনী,নারী,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত