কক্সবাজারের চকরিয়ায় অসহায় ও গরীবদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আতিকুর রহমান।
শনিবার (৪ জানুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর ও লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় শতাধিক পরিবারের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। জাফর আলম নামে একজন বলেন, গভীর রাতে আমার বাড়িতে এসে ইউএনও স্যার শীতের কম্বল তুলে দিবেন তা আমি কখনো ভাবিনি। প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। আমদের মতো অসহায় লোকজনের খোঁজ খবর রাখার জন্য প্রশাসন এবং সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।
এ সময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: এরফান উদ্দিন, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও চিরিঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী তহসিলদার মোহাম্মদ আবুল মনছুরসহ স্ব স্ব এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলার জন্য সরকারিভাবে ১১শত শীতের কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কয়েকটি এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রায় দুই শতাধিক পরিবারের হতদরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল তুলে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হবে।