ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালী‌তে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

পটুয়াখালী‌তে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মসমর্পণ
প্রতীকী ছবি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে নুরজাহান বেগম (৪৫) নামের এক গৃহবধুকে গলাকেটে হত্যা করে থানায় আত্মসমর্পন করেছেন স্বামী নুর মোহাম্মদ হাওলাদার (৫৫)।

রোববার (৫ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার আউলিয়াপুর বলাইকাঠি গ্রামের ওই গৃহবধুর শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন নুর মোহাম্মদ। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল অনেকদিন ধরেই। গতকাল রাতে নুর মোহাম্মদ তার স্ত্রী নুরজাহান বেগমের কাছে তালাক চেয়ে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এসময় বাড়িতে পুত্রবধূদের মধ্যস্থতায় নুরজাহান বেগমের কাছে ক্ষমা চান নুর মোহাম্মদ। পরে সকালে সবাই ঘুম থেকে উঠে নুরজাহান বেগমের গলাকাটা লাশ দেখতে পান। তার পুত্রবধুদের দাবি, নুর মোহাম্মদ নিজেই নুরজাহানকে জবাই দিয়ে হত্যা করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ জানান, এ ঘটনায় স্বামী নূর মোহাম্মদ থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালী‌,গলাকেটে হত্যা,আত্মসমর্পণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত