রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা সদরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম কম্বল বিতরণের পুর্বে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের দল হিসেবে জনগণের পাশে থেকে তাদের দুর্দশা লাঘবে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগনের সমর্থনে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের মাধ্যমে জনকল্যাণ মূলক কর্মকাণ্ড অব্যহত রাখবে।
এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।